Bengali Status

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status :

Table of Contents

বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বাছাই করা বিবাহ বার্ষিকী-র (Marriage Anniversary) শুভেচ্ছার মেসেজ (SMS) ও স্টেটাস (Status)। এগুলি সহজে copy করে কাউকে শুভেচ্ছা জানাতে পারবে তোমরা। এখানে স্বামী, স্ত্রী, বন্ধুবান্ধব সকলের জন্য আলাদা ক্যাটাগরি করা রয়েছে। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

দেখে নাও : 50+ বিয়ের শুভেচ্ছার SMS – বিয়ের শুভেচ্ছা মেসেজ – বিবাহের অভিনন্দন

স্ত্রী-এর জন্য বিবাহ বার্ষিকীর বাছাই করা শুভেচ্ছা :

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
শুভ বিবাহ বার্ষিকী

তুমি এত বছর ধরে আমার জন্য শক্তি এবং অনুপ্রেরণার উৎস হয়ে আছো। তোমার মতো স্ত্রী যে কোনো পুরুষের জন্য আশীর্বাদ। শুভ বিবাহ বার্ষিকী!

আমার প্রিয় স্ত্রী, তোমার সাথে কাটানো বছরগুলো আমার জীবনের সেরা। একটি চমৎকার জীবন আমাকে আশীর্বাদ করার জন্য তোমাকে ধন্যবাদ! আপনাকে বার্ষিকীর শুভেচ্ছা!

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS

এই দিনে, আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে বিয়ে করেছি। শুভ বার্ষিকী প্রিয়। তুমি আমার জীবনে এমন একটি মূল্যবান রত্ন।

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
Marriage Anniversary Wishes in Bengali

তুমি আমাকে যেভাবে ভালোবাসো এবং আমার পরিবারের দেখাশোনা করো তা কল্পনাতীত। তুমি শুধু সুন্দর চেহারার নারী নও , সুন্দর হৃদয়ের মহিলাও। শুভ বিবাহ বার্ষিকী!

দেখে নাও : Love Quotes in Bengali ।  বাংলা প্রেমের উক্তি

আমি সেই দিনটা কখনও ভুলব না, যেদিন আমি তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম, কারও জন্য চিন্তা কাকে বলে। কাউকে বারবার দেখার ইচ্ছে কাকে বলে। বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে। শুভ বিবাহবার্ষিকী।

তোমাকে দেখার প্রথম মুহূর্তেই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম। আমাকে বিয়ে করার জন্য এবং এই সব বছর আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বার্ষিকী আমার ভালবাসা! আমরা এই ভালোবাসা চিরকালের জন্য স্থায়ী করব!

তোমার মত বউ থাকা আমার কাছে খুব সৌভাগ্যের এবিষয়ে। তোমার কারণে, আমার জীবন এত শান্তিপূর্ণ এবং উপভোগ্য। আমার পাশে থেকে না যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী স্ত্রী!

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাবার্তা

শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়! তুমি এখনও সেই সুন্দরীই রয়েছো যেমন তোমায় প্রথম দেখেছিলাম। চির কাল তুমি আমার কাছে সেই সুন্দর এ রইবে। চিরকাল তোমাকে এভাবেই ভালো বাসবো সোনা।

আমার মনের সব অনুভূতি সেদিন যেন হঠাৎ করে তাদের চেতনা ফিরেপেয়েছিলো, যেদিন আমি পেয়েছিলাম তোমায় আমার দুই বাহুতে। আজ সেই বিশেষ দিন। শুভ বিবাহবার্ষিকী।

আমরা বহু বছর ধরে একসাথে আছি কিন্তু এইটুকুই আমার কাছে যথেষ্ট নয়। আমি কখনোই তোমার প্রেমে পড়ে ক্লান্ত হতে পারি না, মন যেন চাই আরো প্রেমে পড়তে সেই অফুরন্ত প্রেমের সাগরে ভেসে যেতে। শুভ বার্ষিকী প্রিয় স্ত্রী!

যদি তুমি আমায় জিজ্ঞেস কর যে আমি এখনও তোমায় আগের মতন ভালবাসি কিনা, আমি বলব, হ্যাঁ…যতই সময় যাক, অথবা বয়স বাড়ুক, শেষ দিন পর্যন্ত ভালবাসব তোমায়…তুমি আমার কাছে চির নতুন। শুভ বিবাহবার্ষিকী।

হয়তো আমি তোমার সকল আবদার মেটাতে পারিনি হে প্রিয়! তবুও তুমি আমার সাথ ছাড়োনি, সেই শক্ত করে বিশ্বাসের সাথে ধরে রয়েছো আমার আঙ্গুল গুলি। এভাবেই পাশে থেকো, এখনো যে সাত জন্ম চলতে হবে তোমার সাথে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়!

যেদিন থেকে আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই দিন থেকে আমাদের একার আর কিছু নেই। সব কিছু দুজনের। আজ আমাদের দুজনেরই শুভ বিবাহবার্ষিকী।

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়

তোমার সাথে একই ছাদের নিচে থাকা আমার জীবনের সবচেয়ে সুখের সময়। তুমি এত বছর ধরে আমাকে এত ভালবাসা এবং যত্ন দিয়েছো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়!

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা

ঝগড়া যেমন চলছে, তেমনই চলুক। আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল। শুভ বিবাহবার্ষিকী প্রিয়তমা।

আজ সেই বিশেষ দিন আবার আমাদের জীবনে ফিরে এসেছে। এই দিনেই আমরা সাত পাকে বাঁধা পড়েছিলাম। তুমি আমার কাছে এখনও তেমন বিশেষ জায়গাতেই আছ। আর চিরকাল থাকবেও। শুভ বিবাহবার্ষিকী।

তোমার ভালবাসা এবং ত্যাগ ছাড়া, আমার নিজের একটি পরিবার কখনো হতে পারেনা। তুমি আমাকে প্রতিদিন তোমার প্রেমে পড়তে দাও। শুভ বিবাহ বার্ষিকী!

তোমার সাথে সেই প্রথম আলাপ আমি কখনো ভুলবোনা প্রিয়। মন আজ চায় কেবল তোমাকে দেখতে। এবং জীবনের শেষ দিনেও যেন আমার চোখ দুটি তোমার দিকেই চেয়ে থাকে। শুভ বিবাহ বার্ষিকী, এভাবেই সাথে থেকো প্রিয়তমা।

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status
Subho Bibah barshiki

আমার জীবনে হয়তো অনেক না-পাওয়া আছে। কিন্তু তা সত্ত্বেও আমি খুশি এবং সুখী। কারণ আমার জীবনের সেরা পাওয়া তো আমি তোমাকে পেয়েই পেয়ে গিয়েছি। শুভ বিবাহবার্ষিকী।

তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আমি এত বছর ধরে তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার শেষ নিশ্বাস পর্যন্ত ভালবাসব। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা!

মনে পরে সেই দিনটির কথা? যেদিন তোমার স্মৃতি রাঙিয়ে নিয়ে এসেছিলাম আমার ঘর বানাতে। আজই সেই পবিত্র দিন, আমাদের বিয়ের দিন। তোমার সেইদিনের লাজুক মিষ্টি হাসি আমি আজও ভুলতে পারিনি। চিরজীবন যেন সেই হাসি হাসতে দেখি তোমায়। শুভ বিবাহ বার্ষিকী।

আমার জীবনে তোমাকে পেয়ে আমি অনেক খুশি। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ! আমার সুন্দরী স্ত্রীর জন্য শুভ বার্ষিকীর শুভেচ্ছা।

আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সঙ্গে জুড়ে নেই, আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সঙ্গে। কারণ আমরা শুধু স্বামী-স্ত্রী নই। আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু। শুভ বিবাহবার্ষিকী।

স্বামীর জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা :

আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্ত্রী কারণ আমার সবচেয়ে যত্নশীল স্বামী আছে। তিনি সর্বদা আমাকে ভালবাসা এবং প্রশংসায় ডুবিয়ে রাখে। তোমার সমর্থন, ভালবাসা এবং যত্নের জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী।

তুমিই সেই যে আমার হৃদয়ের চাবি ধারণ করো, হৃদয়ের প্রতিটি কোণ জানো এবং এর প্রতিটি স্পন্দন বুঝতে পারো। তুমি অপরিবর্তনীয়। শুভ বিবাহ বার্ষিকী!

আজ আমি যতটা কল্পনা করেছি তার চেয়ে বেশি সুখী। আমার সুখের দিকটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমায়, শুভ বিবাহ বার্ষিকী।

আমি সত্যিই প্রকাশ করতে পারছি না যে আমি তোমার মত একজন স্বামী পেয়ে কতটা ধন্য। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিয়ে!

শুভ বিবাহ বার্ষিকী, স্বামী। এই বার্ষিকী আমাদের ভাগ করা ভালবাসা এবং বন্ধনকে বাড়িয়ে তুলুক। খুব ভালোবাসি তোমায়।

বছর আসবে এবং যাবে কিন্তু আমাদের বিবাহ সেখানে একটি কালজয়ী রত্নের মতো থাকবে, চিরকাল শেষ না হওয়া পর্যন্ত উজ্জ্বল হয়ে থাকবে। শুভ বিবাহ বার্ষিকী!

চিরন্তন ভালবাসা আমাদের উপর চিরকাল উজ্জ্বল থাকুক যাতে আমরা আরও অনেক আনন্দময় জীবন একসাথে কাটাতে পারি। আমাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা রইলো।

আমার স্বপ্নের মানুষটির জন্য শুভ বার্ষিকী। তোমার পাশে হাঁটতে পারাটা আমার সৌভাগ্যের বিষয়, এভাবেই চিলকাল চলতে চাই তোমার সাথে।

তোমার সাথে একই ছাদের নিচে থাকা আমার জীবনের সবচেয়ে সুখের সময়। তুমি এত বছর ধরে আমাকে এত ভালবাসা এবং যত্ন দিয়েছো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়!

তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। আমি এত বছর ধরে তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার শেষ নিশ্বাস পর্যন্ত ভালবাসব। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম!

আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট মেসেজটার হয়তো আর অস্তিত্বও থাকবে না। শুধু থাকবে আমাদের ভালবাসা, আজকের মতই। শুভ বিবাহবার্ষিকী।

শুভ হোক সব কিছু। শুভ হোক আগামী। তুমি ঠিক এভাবেই আমার পাশে থেকো। আমিও থাকব তোমার পাশে।

ঝগড়া যেমন চলছে, তেমনই চলুক। আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল। শুভ বিবাহবার্ষিকী প্রিয়তম।

যেদিন থেকে আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, সেই দিন থেকে আমাদের একার আর কিছু নেই। সব কিছু দুজনের। আজ আমাদের দুজনেরই শুভ বিবাহবার্ষিকী।

আদরে, আহ্লাদে, আবদারে ঠিক এমনই ছেলেমানুষ থাকো আজীবন। শুভ বিবাহবার্ষিকী, প্রিয় স্বামী।

তুমি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটি আশীর্বাদ। আমার জীবনে স্বামী, প্রেমিকা, বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী!

বন্ধুদের জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা :

তোমাদের জীবনে এই স্পেশাল দিন আবার ফিরে এসেছে। তোমাদের উভয়ের এই দাম্পত্য জীবনে অটুট বন্ধন দেখে আমি খুব আনন্দিত। আজকের এই বিশেষ দিনে আমার বন্ধুকে জানাই বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।

তোমাদের ভালোবাসা যেন সারাজীবন বেঁচে থাকে তার জন্য আমার তরফ থেকে সেরা শুভেচ্ছা রইল। তোমাদের একসঙ্গে দেখে আমি খুব আনন্দিত। শুভ বিবাহ বার্ষিকী!

এতগুলো বছর ভালো এবং খারাপ সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছ। বিবাহিত জীবন আরও একবছর সফলভাবে কাটানোর জন্য অভিনন্দন। শুভ বিবাহ বার্ষিকী!

ভগবান সত্যি তোমাদের দুজনকে একে অপরের জন্য বানিয়েছেন। এবং কীভাবে একটি সুখী দাম্পত্য জীবন কাটাতে হয় তা তোমাদের দেখে শেখা যায়। শুভ বিবাহ বার্ষিকের আন্তরিক শুভেচ্ছা রইল।

আমি বিশ্বের সবচেয়ে সুখী দম্পতির জন্য শুভেচ্ছা জানাই। আশা করব বিবাহ বার্ষিকীর এই দিনটি খুব ভালো কাটুক এবং চিরজীবন তোমরা এইভাবে একসঙ্গে থাকো। শুভ বিবাহ বার্ষিকী!

আজ এই বিশেষ উপলক্ষে আমি তোমাকে শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। এইভাবেই দুজনে সুখে এবং দুঃখে একে ওপরের পাশাপাশি থেকো এই কামনা করি।

আশা করব আজকের এই দিনটি তোমার জীবনে স্মরণীয় হয়ে উঠুক। এইভাবেই একসঙ্গে পথ চলো বাকি জীবনগুলিতে। আজকে আমার মিষ্টি বন্ধুকে তার এই স্পেশাল দিনে জানাই বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আমি জানতাম একদিন তুমি তোমার যথাযথ জীবনসঙ্গী খুঁজে পাবে। বিয়ের আরও একবছর পূর্ণ করার জন্য তোমাকে অনেক অভিনন্দন। শুভ বিবাহ বার্ষিকী!

তোমাদের সুখী দম্পতি হিসাবে একসঙ্গে দেখতে অসাধারণ লাগে। তোমাদের মতো সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব বিরল। বাকিটা জীবন এইভাবেই একসঙ্গে পথ চলো এই কামনা করি। শুভ বিবাহ বার্ষিকী!

তোমরা দুজন মিলে বিবাহিত জীবনের আরও এক বছর অতিবাহিত করেছো বলে আমি সত্যিই আনন্দিত। একে অপরের প্রতি তোমাদের যে ভালবাসা এবং স্নেহ রয়েছে তা আগামী বছরগুলিতে বাড়তে থাকুক এই কামনাই করি। শুভ বিবাহ বার্ষিকী!

বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার হোয়াটস্যাপ স্ট্যাটাস ইমেজ

ছবি ১ :

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

ছবি ২

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

ছবি ৩

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

ছবি ৪

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

ছবি ৫:

Top Marriage Anniversary Wishes in Bengali – বিবাহ বার্ষিকীর শুভেচ্ছার SMS / Status

Related Articles

Leave a Reply

Back to top button